সমস্যা
শেকড় গজিয়ে এত গভীরে চলেছে
বুঝিনি আগে -
ওরা সব মিথ্যার পিছে ভাগে
কিছু মুকস্থ কথা বারবার বলতে থাকে
আলোহীন ঘরে বন্দী করে রাখে
সুর্যের আলো এদের ভাল লাগেনা
দু-চার কথায় ব্যস্ত - জানতে অনীহা
না বুঝেই উত্তর দিতে দিতে যাই অস্ত।
বুঝিনি আগে -
ওরা সব মিথ্যার পিছে ভাগে
কিছু মুকস্থ কথা বারবার বলতে থাকে
আলোহীন ঘরে বন্দী করে রাখে
সুর্যের আলো এদের ভাল লাগেনা
দু-চার কথায় ব্যস্ত - জানতে অনীহা
না বুঝেই উত্তর দিতে দিতে যাই অস্ত।
সবকিছুতেই সমস্যা খুঁজে বেড়ায়
গানে সমস্যা - নাচে সমস্যা
পোশাক-পরিচ্ছদে সমস্যা
চিত্র-কর্মে সমস্যা - কলায় সমস্যা
রোদ্রের আলো গায়ে মাখতে সমস্যা
উঠতে সমস্যা - বসতে সমস্যা
উদ্ভট যত মানসিকতা নিয়ে বাঁচে
কবে! কবে এদের জানার আগ্রহ হবে।
গানে সমস্যা - নাচে সমস্যা
পোশাক-পরিচ্ছদে সমস্যা
চিত্র-কর্মে সমস্যা - কলায় সমস্যা
রোদ্রের আলো গায়ে মাখতে সমস্যা
উঠতে সমস্যা - বসতে সমস্যা
উদ্ভট যত মানসিকতা নিয়ে বাঁচে
কবে! কবে এদের জানার আগ্রহ হবে।
Comments
Post a Comment