তোমার কিছু যাই আসেনা
ভালবাসা সব পড়ে থাক
দিনগুলো সব বৃথা যাক
তাতে তোমার কোন যাই আসেনা
কেননা আপন ভুবন গড়ায় মত্ত তুমি
আর আমি ভুলে ভরা জীবনের তলায় তলিয়ে যাই।
দিনগুলো সব বৃথা যাক
তাতে তোমার কোন যাই আসেনা
কেননা আপন ভুবন গড়ায় মত্ত তুমি
আর আমি ভুলে ভরা জীবনের তলায় তলিয়ে যাই।
মন ভেঙে চুর্ণ-বিচুর্ণ হয়ে যাক
পাষাণ হৃদয় পুড়ে ছাই হোক
তাতে তোমার মনে দাগ কাটে না
কেননা আভিযাত্যের-প্রাচুর্যের রাণী তুমি
আর আমি কৃষকের ছেলে পাড়া গাঁয়ে জন্ম আমার।
রাতের গায়ে চোখ মেলে দেখি
আকশের তারা গুলো মিটিমিটি জ্বলছে
সহস্রবার ভালবাসতে বলছে
তবু হৃদয় জ্বলে যাক - ক্ষত বিক্ষত হোক
তাতে তোমার কোন কিছুতেই যাই আসেনা
কেননা তুমি তোমাকে নিয়েই ব্যস্ত।
পাষাণ হৃদয় পুড়ে ছাই হোক
তাতে তোমার মনে দাগ কাটে না
কেননা আভিযাত্যের-প্রাচুর্যের রাণী তুমি
আর আমি কৃষকের ছেলে পাড়া গাঁয়ে জন্ম আমার।
রাতের গায়ে চোখ মেলে দেখি
আকশের তারা গুলো মিটিমিটি জ্বলছে
সহস্রবার ভালবাসতে বলছে
তবু হৃদয় জ্বলে যাক - ক্ষত বিক্ষত হোক
তাতে তোমার কোন কিছুতেই যাই আসেনা
কেননা তুমি তোমাকে নিয়েই ব্যস্ত।
Comments
Post a Comment