পাগল
লাশের বোঝা বয়ে বেড়াতে বেড়াত সে পাগল।
তিলে তিলে মরতে হয়েছে ভাইকে
লাশটা পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি
গভীর রাতে একদিন গিয়েছিল ভায়ের কাছে
কতোনা আদর যত্নে রেখেছিল
সোনামুখটা এখন আর নেই - হারিয়ে গেছে
অসহ্য যন্ত্রনা নিয়ে ঘুমিয়ে আছে মাটিতে
বাবাকে ভায়ের পাশে দাফন করেছে নিজ হাতে
ছেলেটা এখন ঘোরে-ফিরে পাগলের বেশে।
তিলে তিলে মরতে হয়েছে ভাইকে
লাশটা পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি
গভীর রাতে একদিন গিয়েছিল ভায়ের কাছে
কতোনা আদর যত্নে রেখেছিল
সোনামুখটা এখন আর নেই - হারিয়ে গেছে
অসহ্য যন্ত্রনা নিয়ে ঘুমিয়ে আছে মাটিতে
বাবাকে ভায়ের পাশে দাফন করেছে নিজ হাতে
ছেলেটা এখন ঘোরে-ফিরে পাগলের বেশে।
Comments
Post a Comment