অক্লান্ত তরুন

ফাঁকা পকেটে রাস্তায় হেঁটে চলেছে তেজদ্বীপ্ত তরুন
তাকে পৌঁছাতে হবে তার কাঙ্খিত গন্তব্যে
রাস্তার পাশের নোংরা ময়লা গন্ধের মধ্যে থেকে শব্দ ভেসে আসে
" একটু কাগজ দিবেন "
যুবক থমকে গিয়ে দেয়াল থেকে কিছু লাল-সবুজ পোস্টার ছিড়ে দেয়
কাগজের টুকরাগুলো হাতে নিয়েই বলতে থাকে -
চারিদিকে ময়লা - সারা শরীরে ময়লা
দেশটা একেবারে নোংরামীতে ভরে গেছে
যুবক হাঁটা ধরে - ক্ষুধার্ত পেট তার
তবু মনে জোর নিয়ে অক্লান্ত ছুটে চলেছে
কিছুটা পথ পেরিয়ে দেখে - এখানেও কিছু রাজ্যহীন রাজকুমার
দেখে কিছুটা স্বস্তি মেলে মনে
আরও কিছুটা পথ বাঁকি - তাকে পৌঁছাতে হবে মায়ের কাছে
তাকে নর্দমার কোলাহল সরিয়ে পৌঁছাতে হবে প্রেমের কাছে
হতে হবে কালজয়ী ভালবাসার তেজদ্বীপ্ত তরুন।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি