পরোয়া করি না
আমি রনাঙ্গন থেকে ফিরে এসেছি
আমি মৃত্যুকে বুকের বাম পাশে রেখে ঘুরে বেড়িয়েছি
আমি বুলেট দেখেছি ভাইয়ের রক্ত মেখেছি
আমি আলো-আঁধারে নিস্তব্ধ দন্দে মগ্ন থেকেছি।
আমি মৃত্যুকে বুকের বাম পাশে রেখে ঘুরে বেড়িয়েছি
আমি বুলেট দেখেছি ভাইয়ের রক্ত মেখেছি
আমি আলো-আঁধারে নিস্তব্ধ দন্দে মগ্ন থেকেছি।
আমি নিজেকে নিজেই বার বার পড়ে দেখি -
পড়তে থাকি অনবরত
আমি আমাতে মগ্ন থাকি অবিরত
আমি ছুড়ে ফেলেছি বদ্ধ পুরোনো ক্ষত
আমি কেবলই আমার মত।
আর কত ভয় দেখাবিরে তুই
আর কত ভন্ড সেজে হৃদয়টাকে ছুই
তুই কি জানিস না
তোর কল্পনার জগৎকে!! ভয়কে
আমি পরোয়া করি না।
পড়তে থাকি অনবরত
আমি আমাতে মগ্ন থাকি অবিরত
আমি ছুড়ে ফেলেছি বদ্ধ পুরোনো ক্ষত
আমি কেবলই আমার মত।
আর কত ভয় দেখাবিরে তুই
আর কত ভন্ড সেজে হৃদয়টাকে ছুই
তুই কি জানিস না
তোর কল্পনার জগৎকে!! ভয়কে
আমি পরোয়া করি না।
Comments
Post a Comment