ক্ষুধা
এ দেখি এলাহী কারবার -
ঘন্টায় ঘন্টায় বদলায় এ হাতে ও হাতে
বিষে বিষাক্ত হয়ে উঠেছে ধারা
ক্ষমতার লড়ায়ে বিষ বানাই - চলে জীবন খেলা।
কিছু জীবন ক্ষুধার্ত থাকে - দাবার চাল হয়ে জীবনভর।
খেয়ে না খেয়ে বেলা গড়িয়ে যাই
উদ্ভ্রান্তের মত হাঁটতে থাকি এদিক সেদিক।
এদের জীবনখেলা দেখে দেখে
আমি ক্লান্ত - ক্ষান্ত - উগ্র - রাগান্বিত হই
তবু কিছু দগ্ধ রং দেখা বাকী রয়ে গেছে।
অসহায় অক্ষম পঙ্গু হয়ে বাঁচে কিছু
জাল বিষের টাকা নিয়ে ওরা ফুর্তি করে।
প্লেটটা হারিয়ে গেছে - চুরি হয়ে গেছে
একটু ফাটা ছিল - ওতেই চলে আমার।
পকেটে টাকাহীন ক্ষুধার্ত পেটে ঘুরে বেড়ানো
কি যে যন্ত্রনাদায়ক তা কেবল ক্ষুধার্তই জানে।
অথচ ক্ষুধা নিয়েও ব্যবসা চলে এখানে
অথচ কিছু মাটির জন্য ক্ষুধার্তই থাকে
এরা সোঁদা-মাটির গন্ধ খুব ভালবাসে।
ঘন্টায় ঘন্টায় বদলায় এ হাতে ও হাতে
বিষে বিষাক্ত হয়ে উঠেছে ধারা
ক্ষমতার লড়ায়ে বিষ বানাই - চলে জীবন খেলা।
কিছু জীবন ক্ষুধার্ত থাকে - দাবার চাল হয়ে জীবনভর।
খেয়ে না খেয়ে বেলা গড়িয়ে যাই
উদ্ভ্রান্তের মত হাঁটতে থাকি এদিক সেদিক।
এদের জীবনখেলা দেখে দেখে
আমি ক্লান্ত - ক্ষান্ত - উগ্র - রাগান্বিত হই
তবু কিছু দগ্ধ রং দেখা বাকী রয়ে গেছে।
অসহায় অক্ষম পঙ্গু হয়ে বাঁচে কিছু
জাল বিষের টাকা নিয়ে ওরা ফুর্তি করে।
প্লেটটা হারিয়ে গেছে - চুরি হয়ে গেছে
একটু ফাটা ছিল - ওতেই চলে আমার।
পকেটে টাকাহীন ক্ষুধার্ত পেটে ঘুরে বেড়ানো
কি যে যন্ত্রনাদায়ক তা কেবল ক্ষুধার্তই জানে।
অথচ ক্ষুধা নিয়েও ব্যবসা চলে এখানে
অথচ কিছু মাটির জন্য ক্ষুধার্তই থাকে
এরা সোঁদা-মাটির গন্ধ খুব ভালবাসে।
Comments
Post a Comment