নির্বাধে মত্ত বোকা
প্রগতির চিন্তা বাদ দিয়ে বরং বোকা থাকো
ঘন্টায় ঘন্টায় এর ওর কথামত উঠ-বোস করো
তাহলেই তুমি গ্রহনযোগ্যতা পাবে
নইলে তোমাকে ডাষ্টবিনে ছুড়ে ফেলা হবে।
ঘন্টায় ঘন্টায় এর ওর কথামত উঠ-বোস করো
তাহলেই তুমি গ্রহনযোগ্যতা পাবে
নইলে তোমাকে ডাষ্টবিনে ছুড়ে ফেলা হবে।
এই যখন সমাজের রীতি তখন
নিজেকে পাগল ছাড়া আর কিছু মনে হয়না
জ্বালা-পোড়নের মাঝে বাঁচি আমি
ফুসফুসে বোধয় পচন ধরেছে
জরাগ্রস্থ এই শরীর কবে যে থেমে যাই
সময়ের সাথে অসময়ের পথে
ঘোরে - আমার সমস্ত জাগরনী সত্তা
কলি হয়ে ফুটবে ধরনীর বুকে ভেবে
জয়ের নেষায় নির্বাধে মত্ত সে।
নিজেকে পাগল ছাড়া আর কিছু মনে হয়না
জ্বালা-পোড়নের মাঝে বাঁচি আমি
ফুসফুসে বোধয় পচন ধরেছে
জরাগ্রস্থ এই শরীর কবে যে থেমে যাই
সময়ের সাথে অসময়ের পথে
ঘোরে - আমার সমস্ত জাগরনী সত্তা
কলি হয়ে ফুটবে ধরনীর বুকে ভেবে
জয়ের নেষায় নির্বাধে মত্ত সে।
Comments
Post a Comment