নির্বাধে মত্ত বোকা

প্রগতির চিন্তা বাদ দিয়ে বরং বোকা থাকো
ঘন্টায় ঘন্টায় এর ওর কথামত উঠ-বোস করো
তাহলেই তুমি গ্রহনযোগ্যতা পাবে
নইলে তোমাকে ডাষ্টবিনে ছুড়ে ফেলা হবে।

এই যখন সমাজের রীতি তখন
নিজেকে পাগল ছাড়া আর কিছু মনে হয়না
জ্বালা-পোড়নের মাঝে বাঁচি আমি
ফুসফুসে বোধয় পচন ধরেছে
জরাগ্রস্থ এই শরীর কবে যে থেমে যাই
সময়ের সাথে অসময়ের পথে
ঘোরে - আমার সমস্ত জাগরনী সত্তা
কলি হয়ে ফুটবে ধরনীর বুকে ভেবে
জয়ের নেষায় নির্বাধে মত্ত সে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি