ধুয়ে মুছে যাক
জয়-পরাজয়ের খেলায় তুমি মত্ত
হেরেছি জিতেছি আশার আসে
অথচ আজও জানিনা তোমার শর্ত।
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দুর্গন্ধ
ধীরে ধীরে পথগুলো ছোট হয়ে আসছে
সজীব সুবাসে উজ্জীবিত হোক ধারা
ধুয়ে মুছে যাক ধরনীর যত জরা।
হেরেছি জিতেছি আশার আসে
অথচ আজও জানিনা তোমার শর্ত।
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দুর্গন্ধ
ধীরে ধীরে পথগুলো ছোট হয়ে আসছে
সজীব সুবাসে উজ্জীবিত হোক ধারা
ধুয়ে মুছে যাক ধরনীর যত জরা।
মাকড়াশার জালের মত গজিয়ে উঠেছে
ছড়িয়ে ছিটিয়ে পড়ছে চারিদিকে বুলেট
সেদিন আমি একটা কুড়িয়ে ছিলাম
সোনালী রঙের ছুঁচালো ক্ষুদ্র ছিল মাথা।
প্রতিনিয়ত শিখছি নতুন করে
সময়ে অসময়ে দেখেছি ভেঙে-চুড়ে গড়ে
শুধু মাত্র তোমাকে কাছে পেতে চাই বলে।
ছড়িয়ে ছিটিয়ে পড়ছে চারিদিকে বুলেট
সেদিন আমি একটা কুড়িয়ে ছিলাম
সোনালী রঙের ছুঁচালো ক্ষুদ্র ছিল মাথা।
প্রতিনিয়ত শিখছি নতুন করে
সময়ে অসময়ে দেখেছি ভেঙে-চুড়ে গড়ে
শুধু মাত্র তোমাকে কাছে পেতে চাই বলে।
Comments
Post a Comment