আজও হয়ে ওঠেনি
কত কথা আজও রয়ে গেছে বাকী
তুমি হারিয়ে গেছো -
কোন কারনে দিলে মোরে ফাঁকি
এখনো তোমায় বারবার পিছু ফিরে ডাকি।
তুমি হারিয়ে গেছো -
কোন কারনে দিলে মোরে ফাঁকি
এখনো তোমায় বারবার পিছু ফিরে ডাকি।
রয়ে গেছে বাকী তোমায় চেনা
তুমি থাকো কোথায় - কোথায় তোমার বাড়ী
আজও আমার হয়ে ওঠেনি জানা
সবকিছুই থমকে গেছে - চারিপাশ করছে মানা।
বাকী আছে চাবির দেখা পাওয়া
জীবনের জয়োরথে তোমার সাথে গান গাওয়া
তুমি কাছে নেই বলে
তোমাকে ঘিরে আমার সকল যাতনা।
কতো কথা রয়ে গেছে - কতোটা জানা
রয়ে গেছে বাকী বলে
তোমার সন্ধানে হয়নি আমার থামা ।
তুমি থাকো কোথায় - কোথায় তোমার বাড়ী
আজও আমার হয়ে ওঠেনি জানা
সবকিছুই থমকে গেছে - চারিপাশ করছে মানা।
বাকী আছে চাবির দেখা পাওয়া
জীবনের জয়োরথে তোমার সাথে গান গাওয়া
তুমি কাছে নেই বলে
তোমাকে ঘিরে আমার সকল যাতনা।
কতো কথা রয়ে গেছে - কতোটা জানা
রয়ে গেছে বাকী বলে
তোমার সন্ধানে হয়নি আমার থামা ।
Comments
Post a Comment