চিন্তামগ্ন
এতটাই চিন্তামগ্ন থাকি সর্বক্ষন
এতটাই বিষন্ন সারাক্ষন
সবটাই তোমাকে ঘিরে - স্মৃতির জুড়ে।
কার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে যাই
প্রতিনিয়ত নতুন কিছু খুঁজি - নতুন কিছু বুঝি।
এতটাই বিষন্ন সারাক্ষন
সবটাই তোমাকে ঘিরে - স্মৃতির জুড়ে।
কার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে যাই
প্রতিনিয়ত নতুন কিছু খুঁজি - নতুন কিছু বুঝি।
ব্যবসার বেড়াজালে রক্তাক্ত হয় শরীর
খুন হতে হয় বৃদ্ধ বাবাকে।
ভিক্ষা এখানে ব্যবসা হয়ে দাড়িয়েছে
কেউ রাস্তায় - কেউ প্রাচুর্য গড়ে তুলেছে।
আমার সকল অনুসন্ধান - সমস্ত সত্তায়
কিছু বিভ্রান্তি খুঁজে পায় প্রতিক্ষনে।
খুন হতে হয় বৃদ্ধ বাবাকে।
ভিক্ষা এখানে ব্যবসা হয়ে দাড়িয়েছে
কেউ রাস্তায় - কেউ প্রাচুর্য গড়ে তুলেছে।
আমার সকল অনুসন্ধান - সমস্ত সত্তায়
কিছু বিভ্রান্তি খুঁজে পায় প্রতিক্ষনে।
Comments
Post a Comment