নিউরনে তুমি
বারবার তোমার কাছেই ফিরে আসি
সহস্রবার স্বপ্নে জাগরনে তোমাকেই ভালবাসি
অথচ তুমি বোঝনা নাকি না বোঝার ভান করো!
তুমি কি চাও আমি চলে যাই
সবকিছু ভুলে নিজেকে হারাই
না দেখে থাকতে পারি -
কাটিয়ে দিতে পারি অজস্র রজনী
ভুলে যাওয়া যাবেনা কোনদিন।
সহস্রবার স্বপ্নে জাগরনে তোমাকেই ভালবাসি
অথচ তুমি বোঝনা নাকি না বোঝার ভান করো!
তুমি কি চাও আমি চলে যাই
সবকিছু ভুলে নিজেকে হারাই
না দেখে থাকতে পারি -
কাটিয়ে দিতে পারি অজস্র রজনী
ভুলে যাওয়া যাবেনা কোনদিন।
আমার সমস্ত নিউরনে তোমার বিচরন
সমস্ত কাজ থেমে যাই তোমার নামে
আজকাল ঘুমায়তেও পারিনা ঠিক মত
এভাবে এত যন্ত্রনায় আর কাটবে কত।
প্রতিনিয়ত মিথ্যার আন্ধকারে তলিয়ে যাচ্ছি
হারিয়ে যাচ্ছে আমার সততার ভীত
আমাকে, আমার নিষ্ঠাকে বলিদান দিয়েছি তোমার নামে
তবু তুমি বুঝলেনা - কবে এ যাত্রা থামে।
সমস্ত কাজ থেমে যাই তোমার নামে
আজকাল ঘুমায়তেও পারিনা ঠিক মত
এভাবে এত যন্ত্রনায় আর কাটবে কত।
প্রতিনিয়ত মিথ্যার আন্ধকারে তলিয়ে যাচ্ছি
হারিয়ে যাচ্ছে আমার সততার ভীত
আমাকে, আমার নিষ্ঠাকে বলিদান দিয়েছি তোমার নামে
তবু তুমি বুঝলেনা - কবে এ যাত্রা থামে।
Comments
Post a Comment