মনে পড়ে

মনে পড়ে সেই রাতের কথা
সেদিনের সেই কালো মেঘে মেঘে দ্বন্দ
ধুলো উড়িয়ে ঝড় বাদলে তীব্র বজ্রপাত
দৌড়ে গিয়ে কুঁড়ে ঘরের তলে কোনমতে দাঁড়িয়ে
আশ্রয় - একটু ঠাঁই ।
মনে পড়ে সেই বিকেলের কথা
আনমনে গেয়ে গান ভাঙিয়ে ছিলে নীরবতা
মন আনন্দে ভাসিয়ে ছিলে সুপ্ত ব্যথা
খোলা মনে হেঁটেছিল ওপথ ধরে -
গলির মোড়ে দাঁড়িয়ে একা।
মনে পড়ে সেই দিপ্রহরের কথা
রোদের মাঝে বসেছিলে নয়নে নয়ন মিলিয়ে চেয়েছিলে
ছুটে এসেছিলে দুর-দুরান্ত পেরিয়ে - যদি চলে যায় -
আর যদি না পায় দেখা।
মনে পড়ে সেই আলো ফোটা সকালের কথা
কিশোরী রুপে দাঁড়িয়ে ছিলে তুমি
আর আমি চেয়েছিলাম দগ্ধ রুপমোহে
ইশারায় বার বার কাছে আসতে চেয়েছিলে -
ব্যথা ভুলিয়ে ছিলে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি