প্রথম দেখি যেদিন
সেই প্রথম যেদিন তোমায় দেখেছিলাম
সেদিন তোমার অস্ফুট চোখের চাহনী
তোমার অপলক বাঁকা চোখের তাকিয়ে থাকা
ভাঙা চেয়ারটায় পায়ে পা তুলে বসে থাকা
কোন এক অজানা কারনের অপেক্ষা
আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করেছিল
আমি মুগ্ধ হয়েছিলাম তোমার পানে এক পলক চেয়ে
আমার সমস্ত সত্বা বলে উঠেছিল
তোমার থেকে সুন্দর রুপে প্রকৃতির আর কাউকে সাজতে দেখেনি
সেই থেকে আমি তোমার প্রেমে
সেই থেকে প্রতিনিয়ত প্রতিক্ষনে নতুন ভাবে পড়ে মনে।
সেদিন তোমার অস্ফুট চোখের চাহনী
তোমার অপলক বাঁকা চোখের তাকিয়ে থাকা
ভাঙা চেয়ারটায় পায়ে পা তুলে বসে থাকা
কোন এক অজানা কারনের অপেক্ষা
আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করেছিল
আমি মুগ্ধ হয়েছিলাম তোমার পানে এক পলক চেয়ে
আমার সমস্ত সত্বা বলে উঠেছিল
তোমার থেকে সুন্দর রুপে প্রকৃতির আর কাউকে সাজতে দেখেনি
সেই থেকে আমি তোমার প্রেমে
সেই থেকে প্রতিনিয়ত প্রতিক্ষনে নতুন ভাবে পড়ে মনে।
Comments
Post a Comment