এক নির্বোধ

জংধরা অলি-গলির এই শহরে
আমি এক নির্বোধ যে ভুল খুঁজে বেড়ায়
যা কিছু দেখি - প্রশ্ন দাঁড়িয়ে যাই মনে।

একবার এক বস্তিতে আগুন দেখে
মনে হয়েছিল - এটা খুঁটে খাওয়া মানুষের
জীবন নিয়ে খেলা বৈ কিছু নয়
তিন তলায় ছিলাম তখন - অকাজে কাটত সময়
অভ্যেস গুলো অনেকটা বদলে গেছে
না খেয়ে সারাটা দিন ঘুমিয়ে কাটাই
দু-বেলা গড়িয়ে গেছে।


গভীর রাতে ছাদে বসে থাকা হয়না অনেকদিন
আকাশের নানা রং দেখিনা -
কি সব উদ্ভট চিন্তা নিয়েই গড়িয়ে যাই বেলা
তবু তোমার স্মৃতিগুলো সরছেনা মন থেকে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি