বরাবর রাষ্ট্র
দেশের সমস্ত সৃষ্টিশীল চেতনাকে ধ্বংশ কর
ধ্বংশ করতে চাও পুরাকির্তী -
হারিয়ে গেছে জাহাজ-বাড়ী
তলিয়ে যাক অন্ধকার মোহের গহ্বরে
তাতে তোমার কি?
তুমিতো লাভ-ক্ষতির অংক কষো
মিছেমিছি কেন এই ধ্বংশের খেলা
যে ধ্বংশের পক্ষে কথা বলে
যে তার জন্মের উদ্দেশ্য ভুলে
তাকে স্বার্থান্নেষী ছাড়া আর কি বলা যাই
গন্ডির কাছে বাহবা পাচ্ছো - ভালো কথা
কিন্তু উপায়টা কি ভিন্ন হতে পারতো না
কোন পথে এগোচ্ছে ভেবে দেখছো না
কতোটা পিছনে ফিরে গেলে তুমি ক্ষান্ত হবে
আর কতোটা বোকা হলে থেমে যাবে।
ধ্বংশ করতে চাও পুরাকির্তী -
হারিয়ে গেছে জাহাজ-বাড়ী
তলিয়ে যাক অন্ধকার মোহের গহ্বরে
তাতে তোমার কি?
তুমিতো লাভ-ক্ষতির অংক কষো
মিছেমিছি কেন এই ধ্বংশের খেলা
যে ধ্বংশের পক্ষে কথা বলে
যে তার জন্মের উদ্দেশ্য ভুলে
তাকে স্বার্থান্নেষী ছাড়া আর কি বলা যাই
গন্ডির কাছে বাহবা পাচ্ছো - ভালো কথা
কিন্তু উপায়টা কি ভিন্ন হতে পারতো না
কোন পথে এগোচ্ছে ভেবে দেখছো না
কতোটা পিছনে ফিরে গেলে তুমি ক্ষান্ত হবে
আর কতোটা বোকা হলে থেমে যাবে।
Comments
Post a Comment