লড়াই আর কতকাল

যতটা দেখে বেঁকে এঁকে বেড়ায়
তার চেয়ে অধিক অন্ধকারে ছেয়ে আছে
পবিত্রতার নামে নোংরামীর লীলাখেলা
নিয়মের নামে - রীতি নীতির নামে
ভদ্র মহাদয়গনের অপকর্মে তলিয়ে যাওয়া
ভ্রষ্ঠ পথে নেমে গিয়ে পাপ-পুণ্যের বিচার করা
দান পাত্রের ছায়াতলে ঠাঁই খোঁজা
অল্প কথায় ব্যস্ত থেকে বিভ্রান্তির সৃষ্ট করা
শোনা কথা শোনা গল্প নিজের মত করে বানিয়ে বলা
এরা সৃষ্টশীলতার পথে বাধা দিতে ব্যস্ত হয়
কল্পনার জগৎকে আঁকড়ে ধরে বসে থাকে
নতুন কে জানতে - গ্রহন করতে নারাজ।

কবে বুঝবে -
প্রতিটি শব্দ মানুষের কন্ঠনালী থেকে
প্রতিটি গ্রন্থ মানুষের অন্ত থেকে
প্রতিটি শিল্প মানুষের মনের রং থেকে
শব্দের ভাষার উচ্চারন ভিন্ন হতে পারে
দেহের গঠন ভিন্ন হতে পারে
গায়ের রং ভিন্ন হতে পারে
চিন্তা ধারা ভিন্ন হতে পারে
আকৃতি কিন্তু একই - তবু
একে অন্যকে ছোট করতে ব্যস্ত সবাই
নিজেকে শ্রেয় বলতে ব্যস্ত
ভেদাভেদ তৈরিতে মত্ত
একে অন্যকে আঘাত করে - হেয় করে
বলি কি থাকুন না বাবু নিজেরটা নিয়ে
হেঁটেই দেখুন না হয় পায়ে পা মিলিয়ে
পক্ষপাতিত্ব ভুলে গিয়ে
অস্ত্র ফেলে দিয়ে - বন্ধু হয়ে
আপনাদের এই ক্ষমতার লড়াই আর কতকাল চলবে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি