দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দ্বিগন্ত বিস্তৃত ফসলের মাঠে
চৈত্রের দুপুরে তপ্ত রোদে
গায়ের তৈলাক্ত ঘাম ঝরিয়ে
যারা ফসল ফলায়
যারা তোমার জন্য গড়ে
তাদের জন্য তুমি কোথায়।

দেখেছি খাঁখাঁ করা ফসলহীন মাঠ
জলহীন কর্দমাক্ত পুকুর
অল্প গাছের ছায়ায় হাঁপিয়ে ওঠা চাষী
নদীর জলে খর রোদে
জেলে মাছ ধরায় ব্যস্ত জীবিকার তাগিদায়
আরও দেখেছি ফসলের মাঠে
জ্বলের কলে - জলরাশির ধারার তলে
দুটি পাখির মুক্ত বিচরন - প্রেম আলিঙ্গন।
তুমি বোধ হয় এসব দ্যাখোনি -
দ্যাখোনি কি করে বেঁচে আছে
কোনমতে পেট পুরে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দূর্বৃত্তের হাতে চিঠি