একজন শিক্ষক
যিনি খুন হয়েছেন -
যিনি ঠোঁটের কোনে মুচকি হাঁসি এঁকে গিয়েছেন
তিনি একজন পিতা
একজন কবি - একজন মানুষ
একজন বনমালী
একজন জাগ্রত জাতি স্বত্তা
যিনি উন্নয়ন চেয়েছিলেন শিক্ষার
প্রতিষ্ঠা করে গিয়েছেন লাইব্রেরী
স্কুল কলেজ খেলার মাঠ - নাটকের মঞ্চ
সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে চেয়েছিলেন
যিনি সকলকে এক সঙ্গে নিয়ে বেঁচেছিলেন
জাত-ভেদহীন মিশে ছিলেন সকল সম্প্রদায়ে
যিনি একজন চাষী - একজন কৃষক
গায়ক - শিক্ষক - সর্বোপরি একজন মানুষ
যিনি পঙ্গু হয়েছিলেন শত্রুর হাতে
এই সমাজ যাকে খুন করেছে শেষে
তিনি আমার শিক্ষক।
যিনি ঠোঁটের কোনে মুচকি হাঁসি এঁকে গিয়েছেন
তিনি একজন পিতা
একজন কবি - একজন মানুষ
একজন বনমালী
একজন জাগ্রত জাতি স্বত্তা
যিনি উন্নয়ন চেয়েছিলেন শিক্ষার
প্রতিষ্ঠা করে গিয়েছেন লাইব্রেরী
স্কুল কলেজ খেলার মাঠ - নাটকের মঞ্চ
সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে চেয়েছিলেন
যিনি সকলকে এক সঙ্গে নিয়ে বেঁচেছিলেন
জাত-ভেদহীন মিশে ছিলেন সকল সম্প্রদায়ে
যিনি একজন চাষী - একজন কৃষক
গায়ক - শিক্ষক - সর্বোপরি একজন মানুষ
যিনি পঙ্গু হয়েছিলেন শত্রুর হাতে
এই সমাজ যাকে খুন করেছে শেষে
তিনি আমার শিক্ষক।
Comments
Post a Comment