দেখেছিস এসব কখনো
শহরের অলিতে গলিতে তোকে নিয়ে ঘুরব
ঘুরবি আমার সাথে -
কখনো রিক্সায় কখনো-বা পায়ে হেঁটে
যাবি আমার সাথে - দুর্গত জীবনগুলোকে দেখতে
কতোটা অসহায় হয়ে বাঁচে ওরা
ময়লা-আবর্জনার পাশে শুয়ে থাকে
কোনমতে খেয়ে - না খেয়ে বাঁচে
রেলনাইনের ঐই বস্তিগুলো দেখেছিস
পার্কের পাশে পড়ে থাকা মানুষগুলোকে দেখেছিস
অসহায় বৃদ্ধ পঙ্গু ভিক্ষারত জীবন দেখেছিস
ডাস্টবিনে খাবার খোঁজা পাগলটাকে দেখেছিস
ওভারব্রিজের নিচে ঘুমিয়ে থাকা শিশু দেখেছিস
কটা পয়সার জন্য শরীর বিক্রি হতে দেখেছিস
ডোবার নোংরা জলে মাততে দেখেছিস
বস্তির ছেলেপেলেদের দল বেঁধে
মনে হয়না এসব কখনো দেখেছিস তুই
আজো বুঝিনি কি করে তোর হৃদয়টাকে ছুই।
ঘুরবি আমার সাথে -
কখনো রিক্সায় কখনো-বা পায়ে হেঁটে
যাবি আমার সাথে - দুর্গত জীবনগুলোকে দেখতে
কতোটা অসহায় হয়ে বাঁচে ওরা
ময়লা-আবর্জনার পাশে শুয়ে থাকে
কোনমতে খেয়ে - না খেয়ে বাঁচে
রেলনাইনের ঐই বস্তিগুলো দেখেছিস
পার্কের পাশে পড়ে থাকা মানুষগুলোকে দেখেছিস
অসহায় বৃদ্ধ পঙ্গু ভিক্ষারত জীবন দেখেছিস
ডাস্টবিনে খাবার খোঁজা পাগলটাকে দেখেছিস
ওভারব্রিজের নিচে ঘুমিয়ে থাকা শিশু দেখেছিস
কটা পয়সার জন্য শরীর বিক্রি হতে দেখেছিস
ডোবার নোংরা জলে মাততে দেখেছিস
বস্তির ছেলেপেলেদের দল বেঁধে
মনে হয়না এসব কখনো দেখেছিস তুই
আজো বুঝিনি কি করে তোর হৃদয়টাকে ছুই।
Comments
Post a Comment