ব্যর্থ ছেলে

ছেলেটা হারিয়ে গিয়ে - সবকিছু ভুলে গিয়ে
জনাকীর্ন পথে পা ফেলে ধাপে ধাপে এগোচ্ছে
থেকে থেকেই বাধা পায় চারিপাশ হতে
পেছন থেকে বলে ওঠে -
এবার আর তোকে কেউ বাঁচাতে পারবে না
প্রচন্ড হাসি পায় ভেতরের অন্তর -
যে মৃত্যুকে ভয় পায় 

সেতো প্রতিনিয়ত প্রতিক্ষনে প্রতিমুহুর্তে মরে
বারবার হাজারবার মরে। 


বুকের সমস্ত জ্বালা যন্ত্রনা ঝেড়ে ফেলে
ধাপে ধাপ ফেলে এগিয়ে চলেছে ব্যর্থ
গুটি গুটি পায়ে - মুক্তো হয়ে
এগিয়ে চলাই যেন তার অন্তিম স্বার্থ।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি