এ আমার হার
তুমি হেরে গেছো - এ হার তোমার নারীত্বের এ হার তোমার স্বাধীন সত্বার এ হার নিজেকে ছোট করার। হেরে গেছি আমিও - কেননা তোমার জিৎ চেয়েছিলাম আমি। চেয়েছিলাম প্রকাশ্যে ভালবাসার কথা ব্যক্ত করবে তুমি চেয়েছিলাম অদম্য সাহসিকতায় হাঁটবে তুমি চেয়েছিলাম প্রান খুলে গাইবে তুমি আরও চেয়েছিলাম নিজেকে মানুষ বলবে তুমি। তুমি বোঝনি আমার চোখের ভাষা বোঝনি তুমি ছিলে আমার অথৈই জলের কুল তুমি একা হারোনি - হারিয়েছো আমাকেও।