দৃড় প্রত্যয় ।। বিশ্বাস

আবলীলায় বলে দিতে পারি তোর চোখে বিষ
রক্তচক্ষু দেখেছি আমি-
আত্নক্ষোভ আগুনে আর কত জালাবি নিজেকে তুই!
জানি সপ্নগুলো তোর আজও অমলিন।
ইচ্ছেরা বড়ই বেমানান।

ক্ষুধাতুর পেট- লাথি জুতা আর কত দিন সয় বল!

তোর শিরায় শিরায় বিষ
তুই কখনো করিসনা কুর্নিশ।

অনেকেরই অপমৃত্যু হয়েছে আগেই
যন্ত্রনার পাহাড় বুকে ছেপে তুই বেঁচে আছিস অনন্তকাল।
মনে রাখিস তোর মৃত্যুতে অন্ধকারে ছেয়ে যাবে চরাচর।
নিয়ন আলোয় নিজেকে বারবার জ্বালাস
পৃথিবী সহস্রবার বলবে সাবাস সাবাস সাবাস!

Comments

Post a Comment

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি