মাঝ-দরিয়া ।। বিশ্বাস
বিরহেতে বসত বাড়ি
ভিটা-মাটি নাই
অথৈই জলে ভাসছি হেথা
তরী কোথা পাই।
ভিটা-মাটি নাই
অথৈই জলে ভাসছি হেথা
তরী কোথা পাই।
মাঝির দেখা পেলেম যদি
পাড়ের দেখা নাই
কোন কিনারে ভিড়লে খেয়া
মনের দেখা পাই।
পাড়ের দেখা নাই
কোন কিনারে ভিড়লে খেয়া
মনের দেখা পাই।
হালকা হাওয়ায় দুলে তরী
অদূর পানে চাই
ভরসা হেথা মাঝি আমার
মেঘে কি আসে যাই।
অদূর পানে চাই
ভরসা হেথা মাঝি আমার
মেঘে কি আসে যাই।
দূর গগনে মেঘ করেছে
ভাবনা চিন্তা নাই
বজ্রপাতের যুদ্ধ শেষে
ফিরব ঘরে তাই।
ভাবনা চিন্তা নাই
বজ্রপাতের যুদ্ধ শেষে
ফিরব ঘরে তাই।
Comments
Post a Comment