পল্লীবালা ।। বিশ্বাস

মনে পড়ে সহস্র বার-
অঝর ধারায় ঝরছো তুমি
গড়ছো আপন রুপে
বদলে গেছো আপন মণি ছিন্ন হতে হতে।
ফিরে হয়ত যাওয়া হবে না পাওয়াও হবে না
হয়ত আমি আর নেই মনে
তবু রবে
অনন্ত যৌবন পিয়াসী মুগ্ধতার বানে
গোধুলীর টানে রবে মম গানে গানে।
মহানন্দার বাঁকে বাঁকে
আলো ছায়ার মেলা জমে আজও
শুধু হারিয়েছে অভিমানের পাতাগুলো
সোনালী স্বপ্ন সন্ধানে আজও ফেরে
ও পাড়ার মেছোরা -চাষীরা
কলস কাঁধে আজও ছোটে রমনী কুল দলে দলে।
সবই চলে কিঞ্চিত বদলি রুপে
আমি শুধু হারিয়েছি
উত্তাল ছন্দে ধানের ম ম গন্ধে
তোমার দ্বিধাহীন দুরন্তপনা।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি