শরীরী পাখি ।। বিশ্বাস
পাখিটি আপন মনে গান ধরেছে
রঙের মানুষ ও রঙের মানুষ
রঙ্গিলা বাতাসে ওড়াও অন্তরের হাউস
আমি থাকি ডালে ডালে
তুমি গাছের তলে
তোমার সঙ্গ না পেলে
অন্তর আমার জ্বলে।
রঙের মানুষ ও রঙের মানুষ
নেসা পেলে ওড়াও তুমি নানান বর্নের ফানুস।
শেষে খিচমিচিয়ে ওঠে বিদ্রুপে -
চোখ দুটো টগবগিয়ে লাল হয়ে ওঠে-
রক্ত চক্ষু দেখেছি আমি।
যত্ত সব আবালের দল -
শরীর দেখলেই ক্ষুধা বাড়ে সালাদের
সব শুয়োরের বাচ্চা -
একটা সিগারেট জালিয়ে আপন মন টানতে থাকে।
আবার গান ধরে -
খুঁজতে থাকে নতুন কোন ঠিকানা-
দর কষাকষি চলে
বারবার বদলায় -এ হাতে ও হাতে
ঘোমটার নিচে খ্যামটা নাচে না এখানে -
চলে বিনিময়- মনের নয় - পয়সার সাথে শরীরের।
রঙের মানুষ ও রঙের মানুষ
রঙ্গিলা বাতাসে ওড়াও অন্তরের হাউস
আমি থাকি ডালে ডালে
তুমি গাছের তলে
তোমার সঙ্গ না পেলে
অন্তর আমার জ্বলে।
রঙের মানুষ ও রঙের মানুষ
নেসা পেলে ওড়াও তুমি নানান বর্নের ফানুস।
শেষে খিচমিচিয়ে ওঠে বিদ্রুপে -
চোখ দুটো টগবগিয়ে লাল হয়ে ওঠে-
রক্ত চক্ষু দেখেছি আমি।
যত্ত সব আবালের দল -
শরীর দেখলেই ক্ষুধা বাড়ে সালাদের
সব শুয়োরের বাচ্চা -
একটা সিগারেট জালিয়ে আপন মন টানতে থাকে।
আবার গান ধরে -
খুঁজতে থাকে নতুন কোন ঠিকানা-
দর কষাকষি চলে
বারবার বদলায় -এ হাতে ও হাতে
ঘোমটার নিচে খ্যামটা নাচে না এখানে -
চলে বিনিময়- মনের নয় - পয়সার সাথে শরীরের।
Comments
Post a Comment