আপন রাজ্যে রাজা ।। বিশ্বাস
মাঝে মাঝে হারিয়ে যায় দুর দিগন্তে
ফেরা না ফেরার কাল্পনিক স্বপ্ন কল্পনায়
মন এখানে আপন রাজ্যে রাজা
নীলিমার রং ডানা মেলে ছুয়ে যায়
হাসফাস শব্দে
হাঁপাতে হাঁপাতে ফেরে বাস্তবতায়।
একি দেখিলাম আমি!
দিধা-দন্দেরা অতৃপ্ত।
মিল নেই কোন চরাচরে
বালখিল্য চলাফেরায় আচারে ।
ফেরা না ফেরার কাল্পনিক স্বপ্ন কল্পনায়
মন এখানে আপন রাজ্যে রাজা
নীলিমার রং ডানা মেলে ছুয়ে যায়
হাসফাস শব্দে
হাঁপাতে হাঁপাতে ফেরে বাস্তবতায়।
একি দেখিলাম আমি!
দিধা-দন্দেরা অতৃপ্ত।
মিল নেই কোন চরাচরে
বালখিল্য চলাফেরায় আচারে ।
মাঝে মধ্যেই হারিয়ে যায়
হারাতে ভাল লাগে ভ্রমহীন অবাস্তবতায়।
মিল খুঁজতে গিয়ে গুলায় অমিলে
জীবন চলে লোক দেখানোর আদলে।
একি আমি চেয়েছিলাম
না না এ আমি চাইনি
আমাকে বাধ্য করা হয় তোমার চাওয়ায়।
কেন? প্রশ্ন করা যাবে না।
অমিলগুলো দেখিয়ে দেয়াও যাবে না।
এতো আমি চাইনি।
চেয়েছি নিজের মত করে বাঁচতে
গুন গুন শব্দে ভাসতে
সহস্রবার ভালবাসতে
মন এখানে আপন রাজ্যের রাজা।
হারাতে ভাল লাগে ভ্রমহীন অবাস্তবতায়।
মিল খুঁজতে গিয়ে গুলায় অমিলে
জীবন চলে লোক দেখানোর আদলে।
একি আমি চেয়েছিলাম
না না এ আমি চাইনি
আমাকে বাধ্য করা হয় তোমার চাওয়ায়।
কেন? প্রশ্ন করা যাবে না।
অমিলগুলো দেখিয়ে দেয়াও যাবে না।
এতো আমি চাইনি।
চেয়েছি নিজের মত করে বাঁচতে
গুন গুন শব্দে ভাসতে
সহস্রবার ভালবাসতে
মন এখানে আপন রাজ্যের রাজা।
Comments
Post a Comment