এ কোন পথে স্বদেশ ।। বিশ্বাস
ক্লান্ত দেহ ক্লান্ত মন উদ্ভ্রান্ত কতোক্ষন
কপালরন্ধ্র জুড়ে ঘাম ঝরছে -
শীতল হতে চাই -
কৃত্রিম হাওয়ার খরা পড়েছে -
তপ্ত হতে হতে বিষন্ন-
ক্ষুন্ন হৃদয় গগন
কে যেন বলেছিল এখন আর খরা পড়েনা
পাখার ঘুর্নন বন্ধ হয়না এখানে -
জোয়ারে ভাসছে স্বদেশ।
চোখ মেলে দ্যাখো -
ধ্বংশ-উন্নয়ন পাশাপাশি হাঁটছে আগে পিছে
ধীরে ধীরে কর্মক্ষমতা হারাতে বসেছে ফুসফুস
সুন্দর মৃত্যু নয় -
খুন নিত্য নৈমিত্তিক
নিকোটিনের বিষ রন্ধ্রে রন্ধ্রে -খাঁচায় বন্দী।
কপালরন্ধ্র জুড়ে ঘাম ঝরছে -
শীতল হতে চাই -
কৃত্রিম হাওয়ার খরা পড়েছে -
তপ্ত হতে হতে বিষন্ন-
ক্ষুন্ন হৃদয় গগন
কে যেন বলেছিল এখন আর খরা পড়েনা
পাখার ঘুর্নন বন্ধ হয়না এখানে -
জোয়ারে ভাসছে স্বদেশ।
চোখ মেলে দ্যাখো -
ধ্বংশ-উন্নয়ন পাশাপাশি হাঁটছে আগে পিছে
ধীরে ধীরে কর্মক্ষমতা হারাতে বসেছে ফুসফুস
সুন্দর মৃত্যু নয় -
খুন নিত্য নৈমিত্তিক
নিকোটিনের বিষ রন্ধ্রে রন্ধ্রে -খাঁচায় বন্দী।
Comments
Post a Comment