কবিতা ।। বিশ্বাস
ভাবছিলুম একখানা কবিতা লিখব
কিন্তু কি লিখব বুঝে উঠতে পারছিলুম না
ভেবেছিলুম কৃষকের কথা লিখব
নৌকার মাঝির কথা লিখব
জেলেদের কথা লিখব
ছেলেপেলের দুরন্তপনার কথা লিখব
দারিদ্রের কথা লিখব
ক্ষুধার-তৃষ্ণার কথা লিখব
পতিতার কথা লিখব
অতৃপ্ত প্রেমিক-প্রমিকার কথা লিখব
প্রেম-ভালবাসার কথা লিখব
নারীর-পুরুষের কথা লিখব
হঠকারীর হঠকারীতার কথা লিখব
ধনীর দুলাল-দুলালীর কথা লিখব
টোকায়ের কথা লিখব
মানুষ-অমানুষের কথা লিখব
কবির কবিতার কথা লিখব
ক্ষমতা যন্ত্রের কথা লিখব
কিন্তু কি লিখব ভাবছিলুম
ভাবছিলুম জীবন এমন কেন?
কেন এত বৈচিত্রময়তা ধরনীর ললাটে।
ভাবছিলুৃম কি লিখা যায় সমাধান রুপে-
ভদ্র বেশে।
কিন্তু কি লিখব বুঝে উঠতে পারছিলুম না
ভেবেছিলুম কৃষকের কথা লিখব
নৌকার মাঝির কথা লিখব
জেলেদের কথা লিখব
ছেলেপেলের দুরন্তপনার কথা লিখব
দারিদ্রের কথা লিখব
ক্ষুধার-তৃষ্ণার কথা লিখব
পতিতার কথা লিখব
অতৃপ্ত প্রেমিক-প্রমিকার কথা লিখব
প্রেম-ভালবাসার কথা লিখব
নারীর-পুরুষের কথা লিখব
হঠকারীর হঠকারীতার কথা লিখব
ধনীর দুলাল-দুলালীর কথা লিখব
টোকায়ের কথা লিখব
মানুষ-অমানুষের কথা লিখব
কবির কবিতার কথা লিখব
ক্ষমতা যন্ত্রের কথা লিখব
কিন্তু কি লিখব ভাবছিলুম
ভাবছিলুম জীবন এমন কেন?
কেন এত বৈচিত্রময়তা ধরনীর ললাটে।
ভাবছিলুৃম কি লিখা যায় সমাধান রুপে-
ভদ্র বেশে।
Comments
Post a Comment