কবি নিরব ।। বিশ্বাস
ওপারে কথার বৃষ্টি বর্ষণ
গালির সাথে গুনকীর্তন
বিকারগ্রস্থ উদ্ভট চিন্তাচেতন
রক্তহোলি নৃত্য নাচন।
গালির সাথে গুনকীর্তন
বিকারগ্রস্থ উদ্ভট চিন্তাচেতন
রক্তহোলি নৃত্য নাচন।
একি?
এতো গন্ডমুর্খ ভন্ডদের শব্দে শব্দে আলোড়ন!
এপারের কবি নিশ্চুপ নিরব।
ভাবনাগুলো খিলখিল করে হাসে
অন্তরালে বিদ্রুপ বিভ্রাটে
জানেনা আজও কোন পথে হাঁটে
দন্দেরা পড়েছে দূর্বিপাকে।
কবি তখনও নিরব।
এতো গন্ডমুর্খ ভন্ডদের শব্দে শব্দে আলোড়ন!
এপারের কবি নিশ্চুপ নিরব।
ভাবনাগুলো খিলখিল করে হাসে
অন্তরালে বিদ্রুপ বিভ্রাটে
জানেনা আজও কোন পথে হাঁটে
দন্দেরা পড়েছে দূর্বিপাকে।
কবি তখনও নিরব।
tnx
ReplyDelete