হতে হতে হয়নি ।। বিশ্বাস
বিরহের সাথে এক রাত ঘর করব বলেছিল
বাধা দেইনি -
চলে গিয়েছিল -ফিরে চাইনি
আমারও আর ডাকা হয়ে ওঠেনি।
ক্যামন আছে - জানা হয়না আর
খাঁদ ছিল-পার্থক্য ছিল বলেই হয়ত বিচ্ছেদে বরাবর।
তোমার কি মনে হয় বালিকা লুকোচুরির সেই দিনগুলো
ভুলতে বসাই ভাল-
মনে রেখে লাভ নেই - ক্ষতি আছে কি?
একদিন মা বকেছিল বলে কি রাগ-অভিমান
সব কিছু ছেড়ে চলে আসবে বলেছিল
আসে নি - আমারও আর ডাকা হয়নি
একদিন নৌকা ভ্রমনে যাব বলেছিল
আসোনি - যাওয়াও হয়নি নদীর বুকে
হয়নি জল খেলী তোমার সাথে।
একদিন বুকে মাথা রাখবে বলেছিল
বুক পেতে বসেছিলাম - রাখেনি -
আমারও আর বলা হয়নি ।
চলে গিয়েছিল - কিছু বলে যাইনি
আমিও আর শুনতে চাইনি -
ওভাবে আর ডাকা হয়নি ময়না বলে।
বাধা দেইনি -
চলে গিয়েছিল -ফিরে চাইনি
আমারও আর ডাকা হয়ে ওঠেনি।
ক্যামন আছে - জানা হয়না আর
খাঁদ ছিল-পার্থক্য ছিল বলেই হয়ত বিচ্ছেদে বরাবর।
তোমার কি মনে হয় বালিকা লুকোচুরির সেই দিনগুলো
ভুলতে বসাই ভাল-
মনে রেখে লাভ নেই - ক্ষতি আছে কি?
একদিন মা বকেছিল বলে কি রাগ-অভিমান
সব কিছু ছেড়ে চলে আসবে বলেছিল
আসে নি - আমারও আর ডাকা হয়নি
একদিন নৌকা ভ্রমনে যাব বলেছিল
আসোনি - যাওয়াও হয়নি নদীর বুকে
হয়নি জল খেলী তোমার সাথে।
একদিন বুকে মাথা রাখবে বলেছিল
বুক পেতে বসেছিলাম - রাখেনি -
আমারও আর বলা হয়নি ।
চলে গিয়েছিল - কিছু বলে যাইনি
আমিও আর শুনতে চাইনি -
ওভাবে আর ডাকা হয়নি ময়না বলে।
Comments
Post a Comment