বিবেক বলছি ।। বিশ্বাস
হে ঈশ্বর -------------
সময়ের দোষে অসময়ের পথে
নিত্য তোমার বিচরন
আমি কেবল দুষ্ট হলাম
তোমার গন্তব্যে আমার মরন।
সময়ের দোষে অসময়ের পথে
নিত্য তোমার বিচরন
আমি কেবল দুষ্ট হলাম
তোমার গন্তব্যে আমার মরন।
আমি পারি না তোমার কাছে যেতে
কেন পারিনা বলতে পার? পারবেনা।
ও তুমিতো আবার সব পারো না
শুধু পারো ভয় দ্যাখাতে অকল্পনীয় লোভী বানাতে
ভোগবাদী বানাতে।
আমি ভয় পেতে চাই না
চাই না লোভী হতে
আমি চাই সুন্দর সুশৃঙ্খল বিভেদহীন মানুষে মনুষত্ব্য।
আমি পারিনা তোমার কাছে যেতে
কেন পারিনা নিশ্চয় বুঝোনি
তুমি বুঝবে না! কেননা তুমি আমাকে বুঝতে চাওনা।
ও তুমি তো আবার সব পারো না।
পারলে হয়তো যাওয়া হত।
কেন পারিনা বলতে পার? পারবেনা।
ও তুমিতো আবার সব পারো না
শুধু পারো ভয় দ্যাখাতে অকল্পনীয় লোভী বানাতে
ভোগবাদী বানাতে।
আমি ভয় পেতে চাই না
চাই না লোভী হতে
আমি চাই সুন্দর সুশৃঙ্খল বিভেদহীন মানুষে মনুষত্ব্য।
আমি পারিনা তোমার কাছে যেতে
কেন পারিনা নিশ্চয় বুঝোনি
তুমি বুঝবে না! কেননা তুমি আমাকে বুঝতে চাওনা।
ও তুমি তো আবার সব পারো না।
পারলে হয়তো যাওয়া হত।
Comments
Post a Comment