নেষার ঘোর ।। বিশ্বাস

বিরাগ ভোজন হৃদয় অদৃশ্য তত্ব
লুকিয়ে লুকিয়ে ছল আঁকছো কতোকাল
আর কত?
নদী কেন বিরহের পথে বলতে পরো
বিনোদনহীন থাকতে পারো
নোংরামীতে মাততে পারো
মহাকাল হিসেব রাখেনা।

প্রভাত হেরিলে
আলো ছাড়া চোখ কিছু দ্যাখে না
কালোর বুকে আলোকে মনে হয় জঞ্জাল
ভাঙব তবে বিভেদ বেড়াজাল।
চশমাটা আজও রঙিন পরে আছো
পিপাশা হীনতা গ্রাস করে বসে আছে
অমোঘ ঘোর কি কাটবে না?
তৃষ্ণা কি জাগবে না!
নাকি নেষার ঘোরে থাকবে মত্ত
                               - চিরকাল।
পর্বত-হিমালয়ের পথে অগ্রযাত্রা
বদলে দিতে দিতে গমন সঙ্গিহীন
সাদার ধাধা
টুকরো আলো ঘুচিয়ে দিতে পারে অন্ধকার
তোমার - আমার।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি