ধেয়ে আসে ওপার থেকে ।। বিশ্বাস

কে ধেয়ে আসে ওপার থেকে
কে তাড়া করে স্বীয়সত্বা বিস্তৃতির অস্তিত্বে
ব্যক্ত সত্বার বিলীন চাই কে?
ছানা দুটোর অবাধ বিচরন থামিয়ে দিতে চাই
কে ধেয়ে আসে ওপার থেকে
ভীত হতে হতে গর্তমুখী স্রোতের বিপরীতে
কে ডানা ঝাপটায় ক্ষীপ্র গতিতে আকাশের বুকে
ছো মেরে গিলে ফেলতে চাই ছানা দুটোকে
দ্বিধাহীন ব্যক্ত সত্বার স্বাধীন ফেরা
থামিয়ে দিতে চাও কে হে তুমি?
নন্দ-ললাটে ভন্ডামী করে কে
ধেয়ে আসে ওপার থেকে
ছল-চাতুরী কর কেন এত
কে হে তুমি?
কে ধেয়ে আসে ওপার থেকে
পাখির মুক্ত ডানা ভাঙতে চাই কে
বন্দী করতে চাই ছন্দের দন্দকে
শিকল পরা ছল চাই কে
ধেয়ে এসে ওপার থেকে।
আমির অস্তিত্বে বিলীন চাও কে হে তুমি
পৈশাচিক আনন্দে তৃপ্ত হতে চাই কে
কে ধেয়ে আসে ওপার থেকে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি