মুক্ত করো শৃঙ্খল ।। বিশ্বাস
এই সময়ের পথের ধুলায় গড়ায় সারা বেলা
এমন নাকি সব খামেতে -উড়ো চিঠির মেলা
জ্ঞান পাপীদের মাথায় ঢ্যালা ভাঙছে ওরা কারা
ন্যায়ের পথে বললে কথা গোমড়া মুখো যারা।
এই সমাজে খেলছে যারা হাট্টিমাটিম খেলা
সকাল দুপুর সন্ধ্যা রাতে ভাসছে তাদের ভেলা
দলে দলে ভন্ডের নিকট দিচ্ছে সবাই ধরা
সত্য পথে আজকে হেথা পড়ছে ভীষণ খরা।
প্রেমিক যুগল বসে বসে গড়ছে আপন লীলা
রে রে করে উঠছে দ্যাখো মুখোশধারী গুলা
মানুষ নামের অমানুষেতে ধরনীর ললাট ভরা
জীবন চলার নিয়ম কানুন তাদের হাতে গড়া।
মুক্ত পথে হাঁটছে না কেউ করছে সবাই হ্যালা
বুঝবে সেদিন পাবে যে দিন চরম রকম ঠ্যালা
আলো হীনতায় ভুগবে তুমি কপাট চাবি মারা
বস্তা বন্দীর কাটবে জীবন স্বজন প্রীতি ছাড়া।
এমন নাকি সব খামেতে -উড়ো চিঠির মেলা
জ্ঞান পাপীদের মাথায় ঢ্যালা ভাঙছে ওরা কারা
ন্যায়ের পথে বললে কথা গোমড়া মুখো যারা।
এই সমাজে খেলছে যারা হাট্টিমাটিম খেলা
সকাল দুপুর সন্ধ্যা রাতে ভাসছে তাদের ভেলা
দলে দলে ভন্ডের নিকট দিচ্ছে সবাই ধরা
সত্য পথে আজকে হেথা পড়ছে ভীষণ খরা।
প্রেমিক যুগল বসে বসে গড়ছে আপন লীলা
রে রে করে উঠছে দ্যাখো মুখোশধারী গুলা
মানুষ নামের অমানুষেতে ধরনীর ললাট ভরা
জীবন চলার নিয়ম কানুন তাদের হাতে গড়া।
মুক্ত পথে হাঁটছে না কেউ করছে সবাই হ্যালা
বুঝবে সেদিন পাবে যে দিন চরম রকম ঠ্যালা
আলো হীনতায় ভুগবে তুমি কপাট চাবি মারা
বস্তা বন্দীর কাটবে জীবন স্বজন প্রীতি ছাড়া।
Comments
Post a Comment