জোর ।। বিশ্বাস
চঞ্চল মেঘের হাতছানি-
চারিদিকে শুনি এ কি কানাকানি-
জানালা খুলে দেখো - একদল কালো
আলো হয়ে এলোকেশে মিশে গর্জে ওঠে
তারাগুলো দ্বন্দে লিপ্ত বিভ্রান্ত অবিমিশ্র-
মেঘের সাথে -
প্রস্ফুটিত হতে চাই
আলোর বিচ্ছুরন চাই
দ্বার উন্মুক্ত চাই
ঘুচিয়ে দিতে চাই অন্ধকার।
এদিকে কালোর আলো আলো খেলা -
মেঘে মেঘে সংঘর্ষ - বিদ্যুৎ ঝলকানি
আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে
পুড়িয়ে ফেলতে চাই
ভষ্ম করে ফেলতে চাই
চুরমার চাই শৈল্পিক সভ্যতার।
তামাসা চলছে নীতি কথার নামে-
ভুতের বাড়ি জনাকীর্ন শুভ্রতার ধরাধামে
- এবেলা ওবেলা।
এ যেন গোপালের মুখে রাম-নাম।
আলোকে বলে - দাঁড়া ব্যাটা
এবার তুই থাম।
চারিদিকে শুনি এ কি কানাকানি-
জানালা খুলে দেখো - একদল কালো
আলো হয়ে এলোকেশে মিশে গর্জে ওঠে
তারাগুলো দ্বন্দে লিপ্ত বিভ্রান্ত অবিমিশ্র-
মেঘের সাথে -
প্রস্ফুটিত হতে চাই
আলোর বিচ্ছুরন চাই
দ্বার উন্মুক্ত চাই
ঘুচিয়ে দিতে চাই অন্ধকার।
এদিকে কালোর আলো আলো খেলা -
মেঘে মেঘে সংঘর্ষ - বিদ্যুৎ ঝলকানি
আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে
পুড়িয়ে ফেলতে চাই
ভষ্ম করে ফেলতে চাই
চুরমার চাই শৈল্পিক সভ্যতার।
তামাসা চলছে নীতি কথার নামে-
ভুতের বাড়ি জনাকীর্ন শুভ্রতার ধরাধামে
- এবেলা ওবেলা।
এ যেন গোপালের মুখে রাম-নাম।
আলোকে বলে - দাঁড়া ব্যাটা
এবার তুই থাম।
Comments
Post a Comment