কথার কথা ।। বিশ্বাস
এসব নাকি কথার কথা
চারিদিকে হাহাকার
কোথাও মেলেনা মানুষের পদচিহ্ন
পচা নোংরা দুর্গন্ধময় আস্থা ভুমিতে
বাশি খানা কুড়ায় ক্ষুধাতুর শিশু।
কোথাও মেলেনা মানুষের পদচিহ্ন
পচা নোংরা দুর্গন্ধময় আস্থা ভুমিতে
বাশি খানা কুড়ায় ক্ষুধাতুর শিশু।
ওরা বেজন্মা বলে গালি দেয়
খানকি বেশ্যা মাগী বলে দ্বিধাহীন
বমি আসে সেসব আচরনের প্রতি
মানুষ -আজও হতে পারল না ।
দোহায় দিয়ে পালিয়ে বাঁচে
কলঙ্ক ভয় আমাদের বেহাল দশা।
খানকি বেশ্যা মাগী বলে দ্বিধাহীন
বমি আসে সেসব আচরনের প্রতি
মানুষ -আজও হতে পারল না ।
দোহায় দিয়ে পালিয়ে বাঁচে
কলঙ্ক ভয় আমাদের বেহাল দশা।
শ্বাস রুদ্ধ হয়ে আসে ঝাঁঝে
হায়েনার পদচারনায় পুর্ন বাংলার পথ-ঘাট।
বাতাসে চামড়া পিপাসুদের মুখের বিশ্রী গন্ধ ।
আর কত নিশ্চুপ থাকবে তুমি?
পকেটের খুচরো হিসেব নিয়েই ব্যাতিব্যস্ত।
জাগো -
জেগে ওঠো কলুষতার বিপরীতে।
হায়েনার পদচারনায় পুর্ন বাংলার পথ-ঘাট।
বাতাসে চামড়া পিপাসুদের মুখের বিশ্রী গন্ধ ।
আর কত নিশ্চুপ থাকবে তুমি?
পকেটের খুচরো হিসেব নিয়েই ব্যাতিব্যস্ত।
জাগো -
জেগে ওঠো কলুষতার বিপরীতে।
শৃঙ্খল মুক্ত করতে হবে তোমাকে নিজেই।
আর কত ভীত থাকবে তুমি কাঙ্গালিনী?
তোমার নীরবতায় বন্দীদশা জট্লা-কুয়াশা।
আর কত ভীত থাকবে তুমি কাঙ্গালিনী?
তোমার নীরবতায় বন্দীদশা জট্লা-কুয়াশা।
নেই অদম্য সাহস সত্যের জয়
কোথা মানুষ চোখ দৃষ্টিহীন, অস্থাচলে মানবতা।
ওরাই কয়-এসব নাকি কথার কথা।
হীনমন্য জীবনের নেই বিচলতা।
কোথা মানুষ চোখ দৃষ্টিহীন, অস্থাচলে মানবতা।
ওরাই কয়-এসব নাকি কথার কথা।
হীনমন্য জীবনের নেই বিচলতা।
এসব নাকি কথার কথা
জরাজীর্ন জাতি
বিবেক, বুদ্ধিদীপ্ত চিন্তা এখানে অথর্ব
গোঁড়ামির চাষাবাদ চলছে হরহামেশা।
চলছে অপকর্মের অবাধ বিচরন।
বিবেক, বুদ্ধিদীপ্ত চিন্তা এখানে অথর্ব
গোঁড়ামির চাষাবাদ চলছে হরহামেশা।
চলছে অপকর্মের অবাধ বিচরন।
একদল ক্ষুধার জালায় কাতরে মরে
বাঁচার আশা হাতরে ফেরে।
একদল অট্ট হাসি হাসে নষ্টামির ছায়াতলে
লুকোচুরি খেলে অতি সুকৌশলে।
আর একদল ভন্ডামীতে ব্যাস্ত
হীনমন্য ভদ্রতার আড়ালে।
বাঁচার আশা হাতরে ফেরে।
একদল অট্ট হাসি হাসে নষ্টামির ছায়াতলে
লুকোচুরি খেলে অতি সুকৌশলে।
আর একদল ভন্ডামীতে ব্যাস্ত
হীনমন্য ভদ্রতার আড়ালে।
এসব নাকি কথার কথা
প্রতিবাদের ভাষা আজ বন্দীদশা
নয়তো কোনঠাসা।
এদেশ আমার নয় ক্ষমতার পয়সার।
বাকরুদ্ধ কেন আমি? প্রশ্ন।
আজও আমি স্বাধীন নই কেন? প্রশ্ন।
নয়তো কোনঠাসা।
এদেশ আমার নয় ক্ষমতার পয়সার।
বাকরুদ্ধ কেন আমি? প্রশ্ন।
আজও আমি স্বাধীন নই কেন? প্রশ্ন।
দেশটা আজও নামেই স্বাধীন ।
কয়েকটা গল্প অল্প
খানিকটা বিব্রত খানিকটা লোলুপ দৃষ্টি
গোঁড়া নোংরা রাজনীতি ভন্ডামীর ভাঁড়ামি
খানিকটা বিব্রত খানিকটা লোলুপ দৃষ্টি
গোঁড়া নোংরা রাজনীতি ভন্ডামীর ভাঁড়ামি
দৈনন্দিন অঙ্কিত চিত্র ধরনীর
কবে আসবে আলো এই পথে
সাজবে রাঙা সাজে হাটবে বাধাহীন।
কবে আসবে আলো এই পথে
সাজবে রাঙা সাজে হাটবে বাধাহীন।
এখন এসব নাকি কথার কথা
Comments
Post a Comment