প্রতীক্ষা ।। বিশ্বাস
যন্ত্রের ষড়যন্ত্র চক্ষুরাঙানী
শরীর জালা করে ঘিনঘিন করে।
পচাঁ দুর্গন্ধযুক্ত বিকৃত অশুস্থ চিন্তা মানষ যন্ত্র ।
শরীর জালা করে ঘিনঘিন করে।
পচাঁ দুর্গন্ধযুক্ত বিকৃত অশুস্থ চিন্তা মানষ যন্ত্র ।
তাকাতে পারিনা চক্ষু ঝলসে যাবার ভয়।
চলতে ভয়
বলতে ভয়
হাসতে ভয়
নাচতে ভয়
গাইতে ভয়
যন্ত্রনামক বাধ্যবাধকতার ভয়।
ভন্ড কুৎসিত কুরুচিশীল দর্শন ভয়।
নন্দিত বন্দীদশা
ঘোর অমানিষা।
পাশে কেউ নেই আমার
অদম্য সাহস তাই সঙ্গী আজ।
প্রতীক্ষা একটা আলোর ঘর।
চলতে ভয়
বলতে ভয়
হাসতে ভয়
নাচতে ভয়
গাইতে ভয়
যন্ত্রনামক বাধ্যবাধকতার ভয়।
ভন্ড কুৎসিত কুরুচিশীল দর্শন ভয়।
নন্দিত বন্দীদশা
ঘোর অমানিষা।
পাশে কেউ নেই আমার
অদম্য সাহস তাই সঙ্গী আজ।
প্রতীক্ষা একটা আলোর ঘর।
Comments
Post a Comment