সব আলো নিভে গেছে ।। কবি বিশ্বাস ( প্রিয় বাবা )



এখন সব আলো নিভে গেছে
অন্ধকারে ডুবে গেছে- দেশময়।
কবির কবিতা শব্দের জোড়াতালি
সাহিত্যকের কথার তামাবলি

টাকার জোড়া তালিতে দেশ ভরে গেছে
আমলারা সব ময়লা টাকা নেড়ে হাতে-
গোগ্রাসে গিলছে নর্দমা খাবার
একে অন্যের হকারি তাবিজ কবজ যেন
বেলা শেষে জমাচ্ছে ভিড় মসজিদে-মন্দিরে
এখন সব আলো নিভে গেছে।
নাগরিক আর বুদ্ধিজীবির দল
ময়লা সাগরে ডুবছে অতল
রাজনীতিকের নেই কোন নীতি
অস্ত্র হাতে ধন্য ওদের মতি
পূণ্য ভাবে অসৎ পথে
সব আলো তো নিভে গেছে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি