স্বপ্ন সাজাও ।। বিশ্বাস
স্বপ্ন নিয়েই জেগে আছো
গড়েছো স্বপ্নের এক বাসা
আমাকে আর কি প্রয়োজন
ফুরিয়ে গেছে তোমার ভালবাসা।
গড়েছো স্বপ্নের এক বাসা
আমাকে আর কি প্রয়োজন
ফুরিয়ে গেছে তোমার ভালবাসা।
তুমি পাখির মত উড়াল দাও
ডানা মেলে সাজাও -
মনে রেখো -
গড়তে ভুলেছো দুঃখের স্মৃতি খানি
তোমার সুখেই স্বপ্ন আমার জানি।
মুক্তির ছোঁয়া লাগাও প্রানে
মন ভরে যাক ব্যাথার গানে
তবু তুমি ফিরবে না লক্ষ্য ছেড়ে
তাদের কাছে নত নয়
নিতে চায় যারা কেড়ে।
ডানা মেলে সাজাও -
মনে রেখো -
গড়তে ভুলেছো দুঃখের স্মৃতি খানি
তোমার সুখেই স্বপ্ন আমার জানি।
মুক্তির ছোঁয়া লাগাও প্রানে
মন ভরে যাক ব্যাথার গানে
তবু তুমি ফিরবে না লক্ষ্য ছেড়ে
তাদের কাছে নত নয়
নিতে চায় যারা কেড়ে।
Comments
Post a Comment