বিষ বেদনার জ্বালা ।। বিশ্বাস

দীপ্রহরের রোদে হাঁটি আমি একা
দিন গুনে চলি তুমি আসবে বলে
মায়ের আঁচল তলে মিশে গেছে কিছুটা আঁধার
কিছুটা রয়ে গেছে তবু দ্রোহের শরীর
অবোধের মত আচরন করে এরা
ওদের আচরন এমন - মনে হয় ভ্রান্ত আমি
কি চেয়েছি - নিজের মত করে বাঁচতে চেয়েছি
কি পেয়েছি - শুধু অবজ্ঞা ছাড়া! 


আমার স্বপ্নের কিছুটা হারিয়ে গেছে
ঝরে পড়েছে অবেলায় অকালে
তোমার জন্য সাধের বলিদান অনাআসে
তবুও আজও তুমি দুরেই রয়ে গেলে -
আর আমার শরীর মন সয়ে চলেছে
তীব্র বিষ বেদনার জ্বালা
আমি নিতান্তই সাধারন হতে গিয়ে
তোমার পানে অপলক চেয়ে থেকেছি
দুর থেকে কথা কয়েছি -
বোঝ কিনা জানা হয়নি।

কাছে আসতে গিয়ে হোঁচট খেয়েছি
আবার নিজেকে সামলে দাঁড়িয়েছি
তবু ঘুরে ফিরে সেই একই কষ্ট
না পাওয়ার জ্বালাটা দাউ দাউ জ্বলে
হারিয়ে গেছে আমার রাতের ঘুম
অপেক্ষায় থাকি ঐ কপোলে দিব চুম
তবু তুমি এলে না আমার কাছে
বললে না ভালবাসি আজও তোমায়।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি