খোলা চিঠি ।। বিশ্বাস
প্রিয়,
ভীষন ভালবাসি তোমাকে। কতটা ভালবাসা যাই,
কিভাবে হৃদয়ের ডাকে সাড়া পাওয়া যাই জানা নেই।
কি করলে - কিভাবে জানালে তাকে ভালবাসা বলে সেটাও জানিনা,
কোনদিন জানা হবে কিনা সেটা নিয়েও সন্ধিহান।
আমার সকাল দুপুর সন্ধ্যা রাত সমস্ত জুড়ে তোমার স্মৃতির বিচরন।
বারবার হৃদয় পটে ভাসে তোমার ঐ চকিত চাহনীর দুটো চোখ জুড়ে সমস্ত অববয়।
আমার মস্তিষ্কের প্রতিটি কোষের পরতে পরতে তোমাকে ঘিরেই আলোড়ন ওঠে।
যতবার প্রত্যাখ্যাত হয়েছি ততই গভীরভাবে ভালবেসেছি তোমাকে।
আমি আর পারছি না দুরত্বের এই অসীম জালা কাঁধে বয়ে বেড়াতে।
আমার দৃষ্টি জুড়ে কেবল তোমার বসবাস। যেদিকে তাকাই যেদিকে যাই তোমাকেই খুঁজি।
তুমি কি ফিরবে না আমার যন্ত্রনা কাতর শহরে।
বড্ড ভালবাসি-রে তোকে
কি করে বোঝায় - দিন যাই অসুখে।
ইতি
বিশ্বাস
ভীষন ভালবাসি তোমাকে। কতটা ভালবাসা যাই,
কিভাবে হৃদয়ের ডাকে সাড়া পাওয়া যাই জানা নেই।
কি করলে - কিভাবে জানালে তাকে ভালবাসা বলে সেটাও জানিনা,
কোনদিন জানা হবে কিনা সেটা নিয়েও সন্ধিহান।
আমার সকাল দুপুর সন্ধ্যা রাত সমস্ত জুড়ে তোমার স্মৃতির বিচরন।
বারবার হৃদয় পটে ভাসে তোমার ঐ চকিত চাহনীর দুটো চোখ জুড়ে সমস্ত অববয়।
আমার মস্তিষ্কের প্রতিটি কোষের পরতে পরতে তোমাকে ঘিরেই আলোড়ন ওঠে।
যতবার প্রত্যাখ্যাত হয়েছি ততই গভীরভাবে ভালবেসেছি তোমাকে।
আমি আর পারছি না দুরত্বের এই অসীম জালা কাঁধে বয়ে বেড়াতে।
আমার দৃষ্টি জুড়ে কেবল তোমার বসবাস। যেদিকে তাকাই যেদিকে যাই তোমাকেই খুঁজি।
তুমি কি ফিরবে না আমার যন্ত্রনা কাতর শহরে।
বড্ড ভালবাসি-রে তোকে
কি করে বোঝায় - দিন যাই অসুখে।
ইতি
বিশ্বাস
Comments
Post a Comment