ছুটছি তোমার পিছু ।। বিশ্বাস
কিছু স্মৃতি কখনোই মুছে যাবার নয়
তোমার নির্বাধ বিচরন - তোমার চঞ্চল আচরন
তোমার বাঁকা চোখের অস্ফুট আঁখি
চোখের সামনে ভেসে উঠলে
প্রচন্ড পীড়া দেয় হৃদয় আঙিনায়।
তোমার নির্বাধ বিচরন - তোমার চঞ্চল আচরন
তোমার বাঁকা চোখের অস্ফুট আঁখি
চোখের সামনে ভেসে উঠলে
প্রচন্ড পীড়া দেয় হৃদয় আঙিনায়।
আমি ভুলতে চেয়েও পারিনা ভুলে যেতে
তোমার স্মৃতি বিজড়িত সেই দিনগুলো
কোথায় আছো - কেমন আছো জানিনা
কখনো জানা হয়ে ওঠেনি তোমাকে
অথচ তোমার পেছনেই ছুটছি দূর হতে।
এ যেন থামার নয় -
এ যেন আমার নয় -
আমার সমস্ত চিন্তা চেতনা ধ্যান-ধারনায়
কেবল তোমার স্মৃতির আনাগোনা
এভাবেই কি কাটবে জীবন আনমনা।
তোমার স্মৃতি বিজড়িত সেই দিনগুলো
কোথায় আছো - কেমন আছো জানিনা
কখনো জানা হয়ে ওঠেনি তোমাকে
অথচ তোমার পেছনেই ছুটছি দূর হতে।
এ যেন থামার নয় -
এ যেন আমার নয় -
আমার সমস্ত চিন্তা চেতনা ধ্যান-ধারনায়
কেবল তোমার স্মৃতির আনাগোনা
এভাবেই কি কাটবে জীবন আনমনা।
Comments
Post a Comment