দু-চারটে লাইন ।। বিশ্বাস
তোমার মত আমিও সেদিন হারিয়ে ছিলাম
অজানা গহীন বনে
এখন অত কিছু আর পড়েনা তেমন মনে।
ভালবেসে হারিয়ে গেছে লজ্জা আমার
আমি এখন তোমার কাছে নিতান্তই এক কামার
যারা লোহাকে আগুনে পুড়িয়ে পিটিয়ে অস্ত্র বানায়।
অজানা গহীন বনে
এখন অত কিছু আর পড়েনা তেমন মনে।
ভালবেসে হারিয়ে গেছে লজ্জা আমার
আমি এখন তোমার কাছে নিতান্তই এক কামার
যারা লোহাকে আগুনে পুড়িয়ে পিটিয়ে অস্ত্র বানায়।
জানার জন্যে আগ্রহ থেকেই যাচ্ছে
সারাটা দিন চলে যাই না পড়ে - না বুঝে
কোন কিছুই করা হচ্ছে না আমাকে দিয়ে
এই দু-চারটে লাইন লিখা ছাড়া।
ছাদের গাছটায় জুড়ে বসেছে একটা কাক
ডানা ঝাপটায় - হঠাৎ উড়ে গেল
অনবরত ঝরঝর ঝরছে জলের ধারা
মেঘেদের গর্জন থেমে গেছে
গুনগুন শব্দে গান ধরেছে ঢেলে দিতে।
ভিজছে শহর শীতল জলে
শীতল হবে ধারা -
মন আমার তোমাতে বিভোর
তোমাতে হারিয়ে হয়েছে ছন্দহারা।
সারাটা দিন চলে যাই না পড়ে - না বুঝে
কোন কিছুই করা হচ্ছে না আমাকে দিয়ে
এই দু-চারটে লাইন লিখা ছাড়া।
ছাদের গাছটায় জুড়ে বসেছে একটা কাক
ডানা ঝাপটায় - হঠাৎ উড়ে গেল
অনবরত ঝরঝর ঝরছে জলের ধারা
মেঘেদের গর্জন থেমে গেছে
গুনগুন শব্দে গান ধরেছে ঢেলে দিতে।
ভিজছে শহর শীতল জলে
শীতল হবে ধারা -
মন আমার তোমাতে বিভোর
তোমাতে হারিয়ে হয়েছে ছন্দহারা।
Comments
Post a Comment