যা কিছু চাই ।। বিশ্বাস
অনবরত শব্দ জুড়ি শব্দের সাথে -
কি বলছি কি করছি - কতোটা জমেছে ক্ষত
আমি কেবল শুনে যাই - ভুলে হারাই
এদিকে যে যার মত বলতে ব্যস্ত
জেনেছে যতটুকু তার চেয়ে বেশি বলে
বেশি জানার ভাব-ধারা এদের বেশ রপ্ত
আমি চুপচাপ দেখে যাই -
ভুলগুলো খুঁজে বেড়াই -
শুদ্ধ-অশুদ্ধের দ্বন্দে হারাই -
জানার আগ্রহ বাড়াতে গান গাই -
টুকরো আলোর দীশা চাই
পরিবর্তন চাইতে গিয়ে অপরাধী বনে ছিলাম সেদিন
আমাকে খাঁচায় বন্দী করা হয়েছিল
আমার হৃদপিন্ডটা ছিনিয়ে নেয়া হয়েছিল
আর ফিরে পাইনি - পাবো কি না জানিনা
তবু আমি গেয়ে যাব মনুষের তরে গান
তবু আমি হারিয়ে যেতে চাবো তোমাদের তরে
থাকব মগ্ন দিয়ে যেতে সজীব নতুন প্রান
আমার সকল ভাবনা চেতনা জুড়ে
তোমাদের মুক্তির আওভান।
কি বলছি কি করছি - কতোটা জমেছে ক্ষত
আমি কেবল শুনে যাই - ভুলে হারাই
এদিকে যে যার মত বলতে ব্যস্ত
জেনেছে যতটুকু তার চেয়ে বেশি বলে
বেশি জানার ভাব-ধারা এদের বেশ রপ্ত
আমি চুপচাপ দেখে যাই -
ভুলগুলো খুঁজে বেড়াই -
শুদ্ধ-অশুদ্ধের দ্বন্দে হারাই -
জানার আগ্রহ বাড়াতে গান গাই -
টুকরো আলোর দীশা চাই
পরিবর্তন চাইতে গিয়ে অপরাধী বনে ছিলাম সেদিন
আমাকে খাঁচায় বন্দী করা হয়েছিল
আমার হৃদপিন্ডটা ছিনিয়ে নেয়া হয়েছিল
আর ফিরে পাইনি - পাবো কি না জানিনা
তবু আমি গেয়ে যাব মনুষের তরে গান
তবু আমি হারিয়ে যেতে চাবো তোমাদের তরে
থাকব মগ্ন দিয়ে যেতে সজীব নতুন প্রান
আমার সকল ভাবনা চেতনা জুড়ে
তোমাদের মুক্তির আওভান।
Comments
Post a Comment