আমি বন্দী ।। বিশ্বাস

মন মেজাজ খারাপ হলেই
হাঁটি আমি একা জনসমুদ্রে
পা দুটো যখন হাঁপিয়ে ওঠে
ক্লান্ত হয়ে যখন ফিরি ঘরে -
চিরাচরিত যন্ত্রনার ভাগাড়ে
এক বুক আর্তনাদ জমে নীরবে
ভেতরটা অতৃপ্ত থাকে কতোক্ষন। 


বিকারগ্রস্থ চরিত সমাজের ভীতি
উদ্ভট যত নিয়মের রীতি
আমাকে বন্দী করে রাখা হয়
আমাকে কারনে অকারনে জ্বালায়
আমিতো কিছু বলছি না আপনাদের
তবে কেন এই জ্বালাতন
কেন এই অবরুদ্ধ আচরন।

বেশি কিছুতো চাইনি তোমাদের কাছে
ভয়হীন ঘুরে ফিরতে চেয়েছি
আমি কি বন্দীই রয়ে যাব
কেন এই বন্দী দশা
নিজের ইচ্ছায় যেখানে চলা দায়
সেখানে ঘিরে থাকে অঠেল হতাশা।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি