কটা চরন তোমার নামে ।। বিশ্বাস
আর কতদিন চলবে তোমার ছলনা
কত দিন আমি বেদনার বৃষ্টি জলে ভিজব
কত শত হাহাকার নিয়ে বেলা গড়ায়।
মেঘেদের গর্জন বিকেলের আকাশে
ফোঁটা ফোটা জল ঝরে উঠানের পরে।
কত দিন আমি বেদনার বৃষ্টি জলে ভিজব
কত শত হাহাকার নিয়ে বেলা গড়ায়।
মেঘেদের গর্জন বিকেলের আকাশে
ফোঁটা ফোটা জল ঝরে উঠানের পরে।
জানালার ফাঁকে বাড়ি খেয়ে লেগেছে গায়ে কিছু
খোলা আকাশের নিচে বৃষ্টি জলে ভিজব বলে
সেই কবে থেকে ছুটছি তোমার পিছু।
তোমার নামে রক্ত ঝড়ে পাজর ফাটে
অস্ফুট চোখের ধুর্ততা দিয়েছিলে
নির্বাক তাকিয়ে থাকার শক্তি দিয়েছিলে
নিয়েছিলে হৃদয়ের বটমূলে মুক্তির ছায়া।
আমি সেই দেখে আরো গভীরভাবে
তোমার প্রেমে পড়েছি - ভেঙে গড়েছি।
খোলা আকাশের নিচে বৃষ্টি জলে ভিজব বলে
সেই কবে থেকে ছুটছি তোমার পিছু।
তোমার নামে রক্ত ঝড়ে পাজর ফাটে
অস্ফুট চোখের ধুর্ততা দিয়েছিলে
নির্বাক তাকিয়ে থাকার শক্তি দিয়েছিলে
নিয়েছিলে হৃদয়ের বটমূলে মুক্তির ছায়া।
আমি সেই দেখে আরো গভীরভাবে
তোমার প্রেমে পড়েছি - ভেঙে গড়েছি।
Comments
Post a Comment