ভ্রান্ত এই সমাজে ।। বিশ্বাস
কাকে ভ্রান্ত বলছেন -
কাকে উগ্র বলছেন! যে অন্যের হাতের পুতুল
যে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছে
এক বুক সাহস নিয়ে - ভালবাসা নিয়ে -
যে চাইনি নিরীহ কারো ক্ষতি হোক
যে আদর্শের লড়ায়ে নিজেকে বলি দেয় মুহুর্তে
যে অনেক শব্দ চাপা স্বরে লুকিয়ে রাখে
যার বুকটা প্রতি ক্ষনে ক্ষনে চিরে যাই
যার অন্তরে অতৃপ্ত জ্বালা ধরিয়ে দেয়
যার সময় গুলো বৃথা আক্ষেপে ফেটে পড়ে
যে চেয়েছে পরিবর্তন -
যে পুরোনোকে ভেঙে নতুন করে গড়তে চেয়েছে
যে দ্বিধাহীন পথে পথে ঘুরে বেড়িয়েছে
যে ক্ষুধার পেটে দুমুঠো ভাত দিতে চেয়েছে
যে এক বুক হাহাকার নিয়ে বেঁচে আছে আজও
যার তীব্র বেদনার জ্বালা
সেই জানে কতটা অতিকায় ক্ষুদ্র জীবন।
কাকে উগ্র বলছেন! যে অন্যের হাতের পুতুল
যে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছে
এক বুক সাহস নিয়ে - ভালবাসা নিয়ে -
যে চাইনি নিরীহ কারো ক্ষতি হোক
যে আদর্শের লড়ায়ে নিজেকে বলি দেয় মুহুর্তে
যে অনেক শব্দ চাপা স্বরে লুকিয়ে রাখে
যার বুকটা প্রতি ক্ষনে ক্ষনে চিরে যাই
যার অন্তরে অতৃপ্ত জ্বালা ধরিয়ে দেয়
যার সময় গুলো বৃথা আক্ষেপে ফেটে পড়ে
যে চেয়েছে পরিবর্তন -
যে পুরোনোকে ভেঙে নতুন করে গড়তে চেয়েছে
যে দ্বিধাহীন পথে পথে ঘুরে বেড়িয়েছে
যে ক্ষুধার পেটে দুমুঠো ভাত দিতে চেয়েছে
যে এক বুক হাহাকার নিয়ে বেঁচে আছে আজও
যার তীব্র বেদনার জ্বালা
সেই জানে কতটা অতিকায় ক্ষুদ্র জীবন।
Comments
Post a Comment