একদিন বুঝবে ।। বিশ্বাস

ধুর ছাই - তুমি নাই - তাতে কি?
এক বুক ভালবাসা নিয়ে বেঁচে আছি
এক বুক হাহাকার নিয়ে কাটে অযথা সময়
জেনে গেছি - জীবনটা আর আমার নাই
তাতে কি?
আমি না হয় অন্যের হাতের পুতুল
হোক সব আমার ভুল
আমি নিশ্চুপ থাকতে চেয়েও পারিনা
নিউরনগুলো ভীষন পীড়া দেয়
উত্তেজিত করে ফেলি নিজেকে
লুকিয়ে বাঁচতে চেয়েও হয়ে ওঠেনা
বারবার অযৌক্তিক কথার বেড়াজালে
নিয়মের বেড়াজালে শেকল পরাতে উদগ্রীব
চারিপাশ ঘৃনা করছে - ধিক্কার দিচ্ছে
দিক - কোন একদিন হয়তো বুঝবে
সেদিন হেরে যাবে তোমাদের শত লাঞ্চনা
সেদিন আমার সমুদ্রে ভাসবে -
লোনাজলে অদ্ভুত এক সাধে সাধবে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি