তবু এলে না ।। বিশ্বাস
যন্ত্রনার চাদরে মোড়া শরীর আমার
যা কিছু আছে কিংবা নেই
সহস্র কাল রবে একান্তই তোমার
তুমি ভুলে যেতে পারো - আমি ভুলিনি
স্বপ্নে ঘুমে জাগরনে তাড়া করে
হারিয়ে যাওয়া সেই দিনগুলোর কিছু মুহুর্ত
যার পুরোটা জুড়ে ছিল তোমার আনন্দ কেতন
নির্বাদ ওপথে লোকারন্যে সমাগম
আমি ভুলিনি প্রিয় স্মৃতি বিজড়িত সেই দিনগুলো
আমার মত কে আছে এমন হতভাগা
শত বেদনার মালা গেঁথে রেখেছি
তোমাকে শোনাবো বলে
আমি একাধারে বলতেই থাকব
তুমি শুনতে শুনতে বিরক্ত হয়ে উঠে চলে যেতে চাবে
ঘুমিয়ে যাবে পাশ ফিরে
আমার কথা কেড়ে নিতে ব্যস্ত হবে
যা কিছু আছে কিংবা নেই
সহস্র কাল রবে একান্তই তোমার
তুমি ভুলে যেতে পারো - আমি ভুলিনি
স্বপ্নে ঘুমে জাগরনে তাড়া করে
হারিয়ে যাওয়া সেই দিনগুলোর কিছু মুহুর্ত
যার পুরোটা জুড়ে ছিল তোমার আনন্দ কেতন
নির্বাদ ওপথে লোকারন্যে সমাগম
আমি ভুলিনি প্রিয় স্মৃতি বিজড়িত সেই দিনগুলো
আমার মত কে আছে এমন হতভাগা
শত বেদনার মালা গেঁথে রেখেছি
তোমাকে শোনাবো বলে
আমি একাধারে বলতেই থাকব
তুমি শুনতে শুনতে বিরক্ত হয়ে উঠে চলে যেতে চাবে
ঘুমিয়ে যাবে পাশ ফিরে
আমার কথা কেড়ে নিতে ব্যস্ত হবে
তবু তুমি এলে না ।
Comments
Post a Comment