প্রলাপ 3 । । বিশ্বাস

মহাকালের অভিযাত্রী হয়ে ঘুরে পথে -
কতকাল ছুটতে হবে জানা হতে এখনো বাকী
যে যার মত বলছে - বাকীর নাম ফাঁকি
যারা বলছে তারাই আবার ফাঁকি দিতে মত্ত।

আজীবন ফাঁকি দিয়ে যাদের কাটে
তারাই অন্যকে শেখাতে আসে।

একই ঘ্যান ঘ্যানানির বচন - জানতে অনীহার
নির্বোধের দল ছোট ছোট বাচ্চাদের হাতে
ক্ষুরধার তুলে দিতে দ্বিধাবোধ করেনা
নিজেদের আচরনও সেই বাচ্চাদের মতই।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি