প্রলাপ 3 । । বিশ্বাস
মহাকালের অভিযাত্রী হয়ে ঘুরে পথে -
কতকাল ছুটতে হবে জানা হতে এখনো বাকী
যে যার মত বলছে - বাকীর নাম ফাঁকি
যারা বলছে তারাই আবার ফাঁকি দিতে মত্ত।
কতকাল ছুটতে হবে জানা হতে এখনো বাকী
যে যার মত বলছে - বাকীর নাম ফাঁকি
যারা বলছে তারাই আবার ফাঁকি দিতে মত্ত।
আজীবন ফাঁকি দিয়ে যাদের কাটে
তারাই অন্যকে শেখাতে আসে।
একই ঘ্যান ঘ্যানানির বচন - জানতে অনীহার
নির্বোধের দল ছোট ছোট বাচ্চাদের হাতে
ক্ষুরধার তুলে দিতে দ্বিধাবোধ করেনা
নিজেদের আচরনও সেই বাচ্চাদের মতই।
তারাই অন্যকে শেখাতে আসে।
একই ঘ্যান ঘ্যানানির বচন - জানতে অনীহার
নির্বোধের দল ছোট ছোট বাচ্চাদের হাতে
ক্ষুরধার তুলে দিতে দ্বিধাবোধ করেনা
নিজেদের আচরনও সেই বাচ্চাদের মতই।
Comments
Post a Comment